৪ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা ১২ বছরের কিশোরের!
ঢাকার ধামরাইয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১২ বছরের এক শিশুকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের ষোলশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে থানায় লিখিত অভিযোগের পর শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে ওই কিশোরী বাড়ির পাশ থেকে শিশুটিকে ডেকে বংশী নদীর পাশে একটি সিম মাঠে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নির্যাতিতা চিৎকার করলে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে শুক্রবার রাতে মেয়েটির বাবা ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।