১১৬ জন আলেমদের বিরুদ্ধে দুদকে রিপোর্ট: গণকমিশনের বিচার চান ববি হাজ্জাজ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এক হাজার মাদ্রাসা ও ১১৬ জন আলেম-ওলামাদের বিরুদ্ধে দুদকে তদন্ত প্রতিবেদন দাখিলের পিপলস কমিশনের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বুধবার (১৮ মে) দলের যুগ্ম মহাসচিব মমিনুল আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। তিনি এই কমিশনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হাজ্জাজ প্রশ্ন করেন, “সংবিধানের কোন অনুচ্ছেদে তথাকথিত ‘পিপলস কমিশন’ দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তের অনুমতি দেয়?” ববি হাজ্জাজ বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য ইসলাম ও উলামাদের সবসময় টার্গেট করা হয়েছে। অস্বীকার করার উপায় নেই যে, ঐতিহাসিকভাবে কওমি মাদ্রাসা ও ওয়াজ মাহফিল এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ও অনুভূতির স্থান। আমরা গণকমিশনের দেশের প্রচলিত আইনে ধর্মকে উসকানি দেওয়ার অপরাধের বিচার দাবি করছি। তিনি বলেন, ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে শীর্ষ আলেমদের নিয়ে একটি নিরপেক্ষ কমিশন গঠন করা যেতে পারে। কিন্তু কোনো কর্তৃত্ব বা যোগ্যতা ছাড়া বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিশন দেশের শীর্ষস্থানীয় আলেমদের অপমান-অসম্মান করতে পারে না। বরং তারা দুদকে যে প্রতিবেদন দাখিল করেছে তা ধর্মীয় উসকানি দেওয়ার সামিল।
তিনি বলেন, “আমরা দুদকের কাছে অর্থ পাচারকারী, অবৈধ মজুতদার, মাদক চোরাকারবারি এবং অবৈধ কালো টাকার মালিকদের তালিকাভুক্ত দেখতে চাই যাতে দেশে আর পিকে হালদার বা আবদুল হাই বাচ্চুদের জন্ম না হয়।” আমরা গণকমিশনের প্রচলিত আইনে ধর্মে উসকানি দেওয়ার অপরাধের বিচার চাই।