সিরাজগঞ্জে কবরে আগুনের ভিডিও ভাইরাল, আসলে কি ঘটেছিল
সিরাজগঞ্জের পৌর এলাকার রহমতগঞ্জ কবরস্থানের একটি কবরে আগুন জ্বলছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে কবরে আগুন দেওয়ার ভিডিও বিভিন্ন ব্যক্তির ফেসবুক পেজে দেখা যাচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, ১০ জানুয়ারি সন্ধ্যায় কেউ কবরস্থান থেকে পলিথিন কুড়িয়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার ভিডিওটি তার ফেসবুক পেজে ভাইরাল হয়েছে এবং ভিডিওটি দেখার জন্য আজ সকাল থেকেই মানুষ কবরস্থানে ভিড় করছে। তারা আরও বলেন, ওইসব লোকের উদ্দেশ্য ছিল ফেসবুকের মাধ্যমে ভিডিও ছড়িয়ে ভাইরাল করা। বিষয়টি নিয়ে গুজব না ছড়ানোর জন্য এলাকাবাসীর অনুরোধ।
কবরস্থানের খাদেম আফজাল হোসেন জানান, কবরস্থান থেকে কিছু পলিথিন কাগজ ও গাছের পাতা সংগ্রহ করে আগুন দেয়। আমরা মাগরিবের নামাজের পর একটি কবরে আগুন জ্বলতে দেখি। পরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। কেউ হয়তো মোবাইলে প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে এমনটি করেছে। যাইহোক, আপনারা কেউ দয়া করে কবরের ছবি তুলবেন না। কবরের ছবি তোলা হারাম।
এলাকার কাউন্সিলর মো. জুলফিকার হাসান খান বলেন, ইসলাম বিদ্বেষী কুসংস্কার ছড়ানোর জন্য কতিপয় কুৎসিত লোক এ কাজ করেছে। তিনি কবরস্থান থেকে আগাছা, পলিথিন ও শুকনো পাতা সংগ্রহ করে আগুন ধরিয়ে দেন এবং ভিডিও ধারণ করেন।