সম্রাটকে জামিন দেওয়া বিচারককে সতর্ক করলেন হাইকোর্ট
জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন দেওয়া বিচারককে হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় হাইকোর্ট সম্রাটের জামিন বাতিল করে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সম্রাটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট এহসানুল হক সমাজী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ড. খুরশীদ আলম খান।
আদেশের পর আইনজীবী খুরশীদ আলম খান আদালত থেকে বেরিয়ে এসে বলেন, ২০২১ বা তার আগের মেডিকেল রিপোর্ট দেখে সম্রাটকে জামিন দেওয়া হয়েছে। হালনাগাদ প্রতিবেদন না দেখে বা প্রতিবেদন না বলে তাকে জামিন দেওয়ার বিচারকের সিদ্ধান্ত ভুল। জামিন দেওয়ার আগে বিচারকের বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল সিদ্ধান্ত না দিতে বিচারককে সতর্ক করেছে হাইকোর্ট।