মেয়ের আকিকায় মহল্লার মসজিদে গিয়ে স্মৃতিকাতর ফারুকী
সম্প্রতি খুশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী-নুসরাত ইমরোজের ঘরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিশা। শিশুটির আকিকা উপলক্ষে স্থানীয় একটি মসজিদে মিলাদ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর শৈশবের স্মৃতি নিয়ে মসজিদে গিয়ে বিস্মৃতি হয়ে পড়েন ফারুকী।
মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক ভেরিফায়েড পেজে লিখেছেন, আমরা যারা মহল্লায় বড় হয়েছি, মহল্লার মসজিদ আমাদের কাছে একটি বড় সাংস্কৃতিক প্রতিষ্ঠান! নামাজ ছাড়াও ন্যায় বিচার পরিচালনাসহ আরো অনেক সামাজিক সমস্যার আশায় আমাদের শৈশবের সাথে জড়িত এই প্রতিষ্ঠান। আমাদের পাড়ার মসজিদের নাম নূরানী মসজিদ। ঐতিহ্য অনুযায়ী বাবা আমাদের মেয়ে আকিকাকে নুরানী মসজিদে মিলাদ আয়োজন করেন। মসজিদে গিয়ে দেখি সামনের সারিতে পরিচিত কোনো রাবী নেই। আমি জানি তাদের অধিকাংশই পৃথিবী ছেড়ে চলে গেছে। ‘
নিজের শৈশবের কথা বলতে গিয়ে ফারুকী লিখেছেন, “আমি মসজিদের ভেতরে বসে সেদিকেই তাকিয়ে ছিলাম। মনে আছে জীবনে প্রথমবার বাবার হাত ধরে এই মসজিদে গিয়েছিলাম। আজ এত বছর পর আবার গেলাম। এবার। উপলক্ষ আমাদের মেয়ে আকিকা মিলাদ। বারবার চোখ ভিজে যাচ্ছিল। এটাই শালীন কাজ, আর সেখানেই শেষ হওয়া উচিত।”