পুলিশ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে প্রতারণা ও যৌতুকের দাবিতে স্বামী পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী। বুধবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার নামে ওই নারী এ অভিযোগ করেন।
সোনিয়া আক্তার মির্জাপুর উপজেলার আগ ছাওয়ালী গ্রামের সারোয়ার মিয়ার মেয়ে এবং স্বামী পুলিশ কনস্টেবল কবির হোসেনের স্ত্রী। অভিযুক্ত কবির হোসেন বর্তমানে ঢাকা মিরপুর-১৪ পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমান গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোনিয়া আক্তার বলেন, ফেসবুকে কবির হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ১৪ ফেব্রুয়ারি ঢাকায় বিয়ে হয় তাদের। বিয়ের পর থেকেই কবিরকে নির্যাতন করা হয়। একপর্যায়ে যৌতুক দাবি করে। এ পর্যন্ত তার কাছ থেকে ৪ থেকে ৫ লাখ টাকা নিয়েছে। এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কবির হোসেন।
তিনি আরও বলেন, “কবীরের আগে বিয়ে হয়েছিল। সে বিষয়টি গোপন রেখে আমাকে বিয়ে করেছে। আমি কবিরের সুষ্ঠু বিচার চাই।’
অভিযুক্ত পুলিশ কনস্টেবল কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাননি।