পদ্মা সেতু নয়, নৌকা দিয়ে নদী পার হবে বিএনপি নেতারা: শাজাহান খান
বিএনপি নেতাদের পদ্মা সেতু পার হতে নিষেধ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। তিনি বলেন, বিএনপি নেতাদের জন্য সেতুর নিচে নৌকা ছেড়ে দেওয়া হবে। আপনি সেটি দিয়ে পার হবেন।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন শাহজাহান খান। মঙ্গলবার আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপি নেতাদের সমালোচনা করে শাহজাহান খান বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে মন্তব্য করেছিলেন। আমি বলব, আপনারা ও আপনাদের দলের নেতারা কোন লজ্জায় পদ্মা সেতু পার হবেন। আপনারা পদ্মা সেতু পার হবেন না, আপনাদের জন্য সেতুর নিচে নৌকা ছেড়ে দেওয়া হবে। সেটি দিয়ে পার হবেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান বলেন, শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে উন্নয়ন হয়েছে। এদেশে অনেক মানুষ খাদ্য সংকটে ছিল, শিক্ষা ছিল না, ওষুধ ছিল না। বাংলাদেশ আজ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ। এখন দেশের ১০০% মানুষ এই সুবিধা পাচ্ছে।
সাবেক নৌমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন থেকে দেশের কৃষক, শ্রমিক ও মধ্যস্বত্বভোগীরা বাদ যায়নি। সবাই শেখ হাসিনার বাংলাদেশের সমৃদ্ধির অংশীদার।