তামান্নার আইটেম গানে এবার উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি আইটেম গানে নেচেছেন ‘মিল্কি বিউটি’ খ্যাত এই নায়িকা। আইটেম গানটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
বরুণ তেজ অভিনীত পরবর্তী সিনেমা ‘ঘানি’। ১৫ জানুয়ারি শনিবার মুক্তি পেয়েছে এই ছবির আইটেম গানের লিরিক্যাল ভিডিও। এই গানে চোখ ধাঁধানো ডান্স স্টেপ করতে দেখা গেছে তামান্নাকে।
‘কোর্দে’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন হরিকা নারায়ণ। গানের কথা লিখেছেন রামযোগ শাস্ত্রী। সঙ্গীত আয়োজন করেছেন থামন এস.
‘ঘানি’ ছবিটি পরিচালনা করেছেন কিরণ কোরাপতি। সিনেমায় বক্সারের ভূমিকায় দেখা যাবে বরুণ তেজকে। এতে নায়িকা হিসেবে আছেন সাই মাঞ্জরেকর। এছাড়াও এই সিনেমায় রয়েছেন জগপতি বাবু, উপেন্দ্র, সুনীল শেঠি, নবীন চন্দ্র প্রমুখ। এই বছরের ১৬ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।