জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২
সিলেটে জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানার ওসিসহ দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে নগরীর জেলরোড মোড়ে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা হয়।
আহতরা হলেন- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে।
হামলার পর পুলিশ ধাওয়া দিয়ে ঘটনার সঙ্গে জড়িত জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করে। আটক করা হয় শিবির নেতা ফেরদৌস আলম ও জামায়াত নেতা সামি চৌধুরীকে। তাদের কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জোহরের নামাজের পর গণকমিশন কর্তৃক ধর্মীয় ব্যবসায়ী হিসেবে ১১৬ আলেমদের তালিকা প্রকাশের প্রতিবাদে নগরীর বন্দরবাজারে আবু তুরাব জামে মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। মিছিলটি কারাগারে এসে মিছিলে বাধা দেয় পুলিশ।
এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ও লাঠিসোঁটা নিক্ষেপ করে। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দর বাজার ফাঁড়ির টিআইসি নিশু লাল দে আহত হয়েছেন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, জামায়াত-শিবিরের মিছিল থেকে হঠাৎ করে পুলিশের ওপর হামলা করা হয়। হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় লাঞ্ছিত মামলা দায়ের করা হচ্ছে।