গান চুরির অভিযোগে মামলা করলেন কাঁচা বাদামের গায়ক!
‘কাঁচা বাদাম’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড। ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যাকার এই গানটি নিয়ে ভাইরাল হয়েছেন। নিজের দেশের বাইরে বাংলাদেশেও তার গান বেশ জনপ্রিয় হচ্ছে।
সম্প্রতি, শিল্পী থানায় অভিযোগ করেছেন যে ইউটিউবে তার লেখা, সুর করা এবং গাওয়া গানটির কপিরাইট অন্যদের নামে ‘সংরক্ষিত’ রয়েছে।
তিনি বীরভূমের দুবরাজপুর থানায় গিয়ে ভারতীয় মিডিয়ার মাধ্যমে অভিযোগ দায়ের করেন। ভুবন বদ্যাকর অভিযোগ করেন, তার গানের স্বত্ব অন্যের নামে ইউটিউবে ‘সংরক্ষিত’ করা হচ্ছে। কিন্তু ইউটিউবে তার নিজের কোনো অ্যাকাউন্ট নেই।
গানটি এক সপ্তাহ ধরে ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হয়েছে এবং অনেকে এটি থেকে অর্থ উপার্জন করলেও গানটির নির্মাতা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবেও অনেকে তার নাম উচ্চারণ করছেন না।