খালেদা জিয়াকে পদ্মা সেতুতে তুলে নদীতে ফেলে দেওয়া উচিত: প্রধানমন্ত্রী
পদ্মা সেতু নির্মাণের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে সেখান থেকে নদীতে ফেলে দিতে হবে। আর যারা (ড. ইউনূস) পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধে ভূমিকা রেখেছেন তাদেরও পদ্মায় ডুবে যেতে হবে।
বুধবার (১৮ মে) প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে কার্যত যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন, প্যাচওয়ার্ক দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। কারণ যখন স্প্যান বসানো হচ্ছিল, তখন তার কাছে প্যাচ আপ বলে মনে হচ্ছিল। তিনি বলেন, প্যাচওয়ার্ক দিয়ে পদ্মা সেতু হচ্ছে, সেখানে উঠতে পারবেন না। এতে আরোহণ করলে ভেঙ্গে যাবে। তার সাথে তার কিছু সঙ্গী (এভাবে বলেছেন)। তাদের কী করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে সেখান থেকে পদ্মা নদীতে ফেলে দিতে হবে।
পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নের কথা থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। মুহাম্মদ ইউনূসের ভূমিকা আছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এমডি পদের জন্য পদ্মা সেতুর টাকা যারা বন্ধ করে দিয়েছে তাকেও দুই ডোবা দিয়ে পদ্মা নদীতে নিয়ে যেতে হবে।’ যাতে মৃত্যু না হয়, পদ্মায় একটু ডুব দিয়ে সেতুতে নিয়ে যেতে হবে। তারা যদি শিক্ষিত হয়।
দেশের টাকায় নির্মিত পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা প্রমাণ করেছি যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারে।