খালেদার জন্য একটি মিছিলও চোখে পড়ল না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উল্লেখ করেছেন, খালেদা জিয়ার পক্ষে একটি দৃশ্যমান ও কার্যকর মিছিল কারো নজর কাড়েনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের নেত্রীই ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যার মূল পরিকল্পনাকারী।
বঙ্গবন্ধুকে হত্যার পর তারা পাকিস্তানি আদর্শে দেশ চালাতে চেয়েছিল। মুক্তিযুদ্ধের আদর্শ ও মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়ে পাকিস্তানি ভাবধারার সূচনা করেন তিনি। ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশ পরিচালিত হয়েছিল পাকিস্তানি সাম্প্রদায়িক স্টাইলে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি দেশের সবচেয়ে আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে হলে সরকারের কোনো আপত্তি নেই।