কোভিড নিয়ন্ত্রণে আমেরিকার চেয়ে এগিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, “আমেরিকা অনেক ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকতে পারে কিন্তু কোভিড নিয়ন্ত্রণে টিকাদানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে।” আমেরিকার জনগণ, বিশ্বব্যাংক আমাদের এটাই বলেছে। এটাই আমাদের গর্ব। “
বুধবার (১৮ মে) সন্ধ্যায় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠে মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত শহরের পুরাতন ও ঐতিহ্যবাহী খাল সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিশ্বে যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে, বৈদেশিক মুদ্রার ঘাটতি রয়েছে। এ প্রসঙ্গে বিশ্বব্যাংককে আমরা বলেছি, আমাদের কিছু সরকারি অর্থ আটকে আছে। এই টাকাটা ছেড়ে দাও, আমরা একটা ভালো কাজ করেছি। পরের দিন, আমাদের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ সরকারকে ৩৫০ বিলিয়ন ডলার ছেড়ে দেওয়া হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিনশ কোটি টাকা।