কুড়িগ্রামে মধ্য রাতের ঝড়ে লন্ডভন্ড ব্যাপক ক্ষয়ক্ষতি!
রাতের ঝড়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ মে) ভোর ৩টার দিকে ঝড় শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং বাড়িঘর ও দোকানপাট ভেঙে পড়ে। এছাড়াও প্রবল বাতাসের সাথে ভারী বর্ষণে কৃষকদের ক্রমবর্ধমান ফসল বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সর্বত্র লোডশেডিং বিরাজ করছে।
সরেজমিনে উপজেলার দেওয়ানের খামার, কামত আঙ্গারিয়া, বাগভান্ডার, সোনাটুলী, পশ্চিম ছাট গোপালপুর, চর ভূরুঙ্গামারী, পাইকেরছড়া ও ইসলামপুর গ্রাম ঘুরে দেখা গেছে। পান গাছসহ নিম্নমানের গাছপালা ভেঙ্গে গেছে। টিনের চাল উড়ে গিয়ে কাঁচা ঘর ভেঙ্গে গেছে। ঝড়ে ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ান খামার গ্রামের আব্দুল গফ্ফারের বাড়ির উপর একটি বড় কদম গাছ ভেঙে পুরো ঘরের ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের কামাত আঙ্গারী গ্রামের বাবুল হোসেন বাবলু জানান, তার বৃদ্ধ মায়ের বাড়ির ওপর একটি বড় গাছ ভেঙে পড়েছে। তার মা কয়েক জীবন রক্ষা পেয়েছিলেন।
সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম ও শিউলি বেগম জানান, ঝড়ে তাদের একমাত্র থাকার ঘর টিনসেট উড়ে গেছে। এখন তারা সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে। পাইকেরছড়া ইউনিয়নের পাইকের ছড়া গ্রামের মেছবাহ, আলম। রানা ও আনোয়ার জানান, তাদের গ্রামের ১০-১২টি টিনসেট ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বেশ কিছু গাছ। চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক বাবু মিয়া বলেন, আমি পাঁচ বিঘা জমিতে ইরি-বোরো ধান রোপণ করেছি। আড়াই বিঘা জমির ধান কেটেছি। গত রাতের বৃষ্টিতে বাকি ধান তলিয়ে গেছে।