কক্সবাজারে আরও এক তরুণীর রহস্যজনক মৃত্যু
কক্সবাজারের তারাকামনে রয়্যাল টিউলিপ হোটেলে রহস্যজনকভাবে আরেক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিজেকে স্বামী বলে পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছে পুলিশ।
কক্সবাজার শহর থেকে দূরে উখিয়ার ইনানীতে তারকা হোটেল রয়েল টিউলিপে বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে মেয়েটিকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রয়্যাল টিউলিপের নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বুধবার সকালে মারফুয়া খানম (২৩) ও নাসির উদ্দিন (২৬) স্বামী-স্ত্রী হয়ে হোটেলে ওঠেন। এরপর তারা তাদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র হোটেলের ঘরে রেখে সৈকতে নেমে পড়ে। দুপুরের খাবারের পর দুজনে যার যার রুমে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মেয়েটির শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, হোটেল রয়্যাল টিউলিপের একটি কক্ষে যুবকের সঙ্গে থাকা ওই তরুণী বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তরুণীর লাশের ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্বামী হিসেবে পরিচয় দেওয়া নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রেমিক-প্রেমিকা বলে স্বীকার করেছে।