আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলেকে কারাগারে প্রেরণ
পবার আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসায় চতুর্থ শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মেজো ছেলে আবদুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে রাজশাহীর একটি আদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন।
গত ১৬ মার্চ মাদ্রাসার দুই ছাত্রের টাকা নষ্ট হয়। এ সময় রামিম আব্দুর রহমানের ভাগ্নে ও মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ করেন। এতে আবদুর রহমান ক্ষিপ্ত হয়ে পাইপ দিয়ে বেপরোয়াভাবে মারধর শুরু করেন। এসময় রামিম বেশ কয়েকবার জ্ঞান হারান। পরে পরিবারের লোকজন রমিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আব্দুর রহমানের বিরুদ্ধে শাহমখদুম থানায় অভিযোগ করেন রমিমের বাবা। মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও মেয়াদ শেষ হলে তিনি রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ব্যক্তিগতভাবে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বাদীর আইনজীবী আদেশে সন্তোষ প্রকাশ করেছেন।
ছাত্রীর বাবা মিরাজুল ইসলাম রেন্টু বলেন, আদালতের রায়ে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। আমরা আশা করি ভবিষ্যতেও ন্যায় বিচার পাব।