অদৃশ্য বস্তুর সঙ্গে ধাক্কা, বঙ্গোপসাগরে ডুবে গেছে গমবোঝাই জাহাজ
বঙ্গোপসাগরে ১,৬০০ টন ওজনের লাইটার জাহাজ এমভি তামিম ডুবে গেছে। বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে রামগতি পাইলট সৈকতের নিচে টিলার চর এলাকায় জাহাজটি ডুবে যায়।
জানা গেছে, চট্টগ্রামের বাইরের বন্দরে অবস্থানরত বড় জাহাজ এমভি প্রোফাইল গ্রেস থেকে প্রায় ১,৬০০ টন গম নিয়ে জাহাজটি ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের দিকে যাত্রা শুরু করে। দুর্ঘটনার পর আরেকটি জাহাজ জাহাজ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করে।
জাহাজ কর্তৃপক্ষ জানায়, পথে পানির নিচে একটি অদৃশ্য বস্তুর সংস্পর্শে এলে জাহাজের সামনের হেজটি ফেটে যায়। এ সময় হেজে পানি প্রবেশ করে। পরে, জাহাজটি মাঝখানে এবং সামনের হেজেসে ডুবে যায়।